ঢাকায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হওয়ায় সংবর্ধনা পেয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডায়মন্ড টিম।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ সংবর্ধনা প্রদান করা হয়।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।
আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্র্যান্ড আম্বাসেডর জাতীয় ক্রিকেট তারকা রাজিন সালেহ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, আইন বিভাগের অধ্যাপক ব্যারিস্টার আরশ আলী, সিএসই বিভাগের অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, সহকারি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন