সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর থেকে চোরাই মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করা হয়েছে। গত রবিবার দিবাগত গভীর রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর কানিশাইল গ্রামের শানু মিয়ার ছেলে সাজ্জাদুল ইসলাম সহিদ (২২), আব্দুস শুকুরের ছেলে রুবেল আহমদ (২২) ও টিকরবাড়ি গ্রামের মল্লিক মিয়ার ছেলে এমরান আহমদ নাবিল (২০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব জানান, গোলাপগঞ্জ উপজলো থেকে একটি পালসার মোটরসাইকেল (সিলেট ল-১১-৮৬৬৪) চুরি করে তিন যুবক সিলেট শহরের দিকে আসছে, এমন সংবাদ বেতারের মাধ্যমে পায় মোগলাবাজার থানা পুলিশ।
এরপর শ্রীরামপুরে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। পরে গোলাপগঞ্জ থানার পুলিশ মোগলাবাজার থানায় এসে তাদেরকে সনাক্ত করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার