সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম এরশাদ আহমদ। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি নুরুল আলম জানান, সিলেটগামী লেগুনার সাথে ফেঞ্চুগঞ্জগামী ট্রাক ও লেগুনার সংঘর্ষে ট্রাকচালক এরশাদ গুরুতর আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
ওসি আরো জানান, দুর্ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/২৬ মে ২০১৮/হিমেল