সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লুৎফুর রহমানের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে গ্যাস ফিল্ডস্থ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
লুৎফুর রহমান ২০১৮ সালের ৮ এপ্রিল ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৯টায় অফিসে আসেন লুৎফুর রহমান। কিন্তু বুধবার ১০টায়ও না আসায় অফিসের লোকজন তার বাসায় খোঁজ নিতে যান। এসময় বাসার ভেতর লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ দেখে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লুৎফুর রহমানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি খান মো. মাইনুল জাকির।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর