সিলেট নগরীর দুটি স্থানে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার এ দুই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালেও বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।
জানা যায়, সোমবার সকালে ঘাসিটুলার মোকামবাজার এলাকায় ড্রেনের নিচ দিয়ে গ্যাসের লাইনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
অন্যদিকে, সোমবার দুপুরে নগরীর উপশহর ডি-ব্লকের আইসিডিসি লিমিটেড নামক প্রতিষ্ঠানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জিসু তালুকদার বলেন, দুটি স্থানেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। যার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৯/আরাফাত