রাত জেগে ইবাদত-বন্দেগি ও মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় সিলেটে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষে গত রবিবার এশার নামাজের আগ থেকে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.)সহ বিভিন্ন মসজিদে মুসল্লীদের ঢল নামে।
নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও জিকির-আসকারের মাধ্যমে রাত কাটান মুসল্লীরা। রাতে নগরীর বিভিন্ন কবরস্থানে জিয়ারতের জন্য মুসল্লীরা ভিড় করেন। এর মধ্যে হযরত শাহজালাল (রহ.) ও হযরত মানিকপীর (রহ.) এর কবরস্থানে রাতভর মুসল্লীদের জেয়ারত করতে দেখা গেছে।
এদিকে, মুসল্লীদের ইবাদত বন্দেগি নির্বিঘ্ন করতে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতাও ছিল লক্ষ্যণীয়। নগরীর ব্যস্ততম এলাকার মোড়গুলোতে চৌকি বসিয়ে তল্লাশি করে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল