সিলেটে আগামী সোমবার (২৯ এপ্রিল) ধর্মঘটের ডাক দিয়েছে অটোরিকশা শ্রমিকদের সংগঠন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৭০৭)। পুলিশী হয়রানি এবং দুর্ঘটনার ঘটনায় একটি হত্যা মামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মঙ্গলবার সিলেট নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ সংগঠনের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতাদের দাবি, সড়ক পরিবহন আইন-২০১৮ কে কেন্দ্র করে সারা দেশের ন্যায় সিলেট বিভাগেও পরিবহন শ্রমিকরা নির্যাতিত, নিপীড়িত। সড়ক, মহাসড়কে তল্লাশির নামে পুলিশের অত্যাচার এখন চরম পর্যায়ে। সড়ক পরিবহন আইন-২০১৮ এখনও দেশে কার্যকর হয়নি, তারপরও মৌলভীবাজার জেলার শেরপুরে একটি দুর্ঘটনার ঘটনায় ৩০৪ বি ধারায় মামলা রুজু না করে ৩০২ ধারায় রুজু করা হয়েছে। এর প্রতিবাদে আগামী ২৯ এপ্রিল অটোরিকশা ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মানিক খান, কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক ইকবাল আহমদ, জেলা কমিটির সদস্য কুনু মিয়া, হুমায়ুন রশিদ, উপ-কমিটির সভাপতি মানিক মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন