২৪ এপ্রিল, ২০১৯ ১৮:১৭

৩ দফা দাবি জানিয়ে কলেজ শিক্ষক পরিষদের আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

৩ দফা দাবি জানিয়ে কলেজ শিক্ষক পরিষদের আন্দোলনের হুমকি

এমপিওভভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের আদেশ বাতিলসহ তিন দফা দাবি জানিয়েছে ‘কলেজ শিক্ষক পরিষদ’। বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। 

দাবি না মানলে আন্দোলন কর্মসূচি ঘোষণারও হুমকি দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি জ্যোতিষ মজুমদার। তিন দফা দাবির মধ্যে রয়েছে- বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের আদেশ বাতিল, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও উৎসব ভাতা প্রদান এবং কলেজ শিক্ষকদের ৫:২ অনুপাত প্রথা বাতিল করা। 

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী এক মাসের মধ্যে দাবি মানা না হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল সংগঠন জোটবদ্ধভাবে দূর্বার আন্দোলন গড়ে তুলবে। 

সংবাদ সম্মেলনে কলেজ শিক্ষক পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল আনাম চৌধুরী, সহসভাপতি নন্দ কিশোর রায়, মো. আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার দাস, প্রচার সম্পাদক সুব্রত রায়, অর্থ সম্পাদক শান্ত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর