৭ দফা দাবিতে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট (কর্মবিরতি) আহ্বান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। দাবি আদায় না হলে ঈদুল ফিতরের পর থেকে লাগাতার ধর্মঘটেরও হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।
শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ধর্মঘটের এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি সেলিম আহমদ ফলিক ও সাধারণ সম্পাদক সজিব আলী।
পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, মৌলভীবাজারের শেরপুরে বাস থেকে পড়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরী মো. ওয়াসিম নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় হত্যাকাণ্ডের ধারা পরিবর্তন করে ৩০৪ ধারা করা। সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় উল্লেখিত জরিমানার পরিমাণ হ্রাস এবং সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ করা।
শ্রমিক নেতৃবৃন্দ জানান, এর আগেও এই দাবিগুলো বাস্তবায়নে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কিন্তু তা বাস্তবায়নের কোনো উদ্যোগ না নেয়ায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের সকল সড়ক, মহাসড়কে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন