সিলেটের ওসমানীনগরে মোটর সাইকেল ও রিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশা চালক নিহত হয়েছেন। নিহত শাহবাজ মিয়া (১৮) বিশ্বনাথ উপজেলার খারজান গ্রামের নাহার মিয়ার ছেলে।
শনিবার বেলা দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন মোটর সাইকেল চালক ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের ফয়েজ মিয়া (২২) ও রিকাশা আরোহী দুই নারী।
বালাগঞ্জ (তাজপুর) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রাজা মিয়া জানান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। আহত হন মোটরসাইকেল ও রিকশা আরোহী দুইজন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন