সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এতোদিন ব্যস্ত ছিলেন ছড়া-খাল উদ্ধার ও রাস্তা প্রশস্তকরণের কাজে। এবার নজর দিয়েছেন রাস্তার পাশে অবৈধ পার্কিংয়ের দিকে। নগরীর বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা ও লেগুনা পার্কিংয়ের জন্য বেঁধে দিয়েছেন সীমারেখা। এর বাইরে গেলেই রোষানলে পড়তে হচ্ছে মেয়রকে।
শনিবার সকালে জিন্দাবাজার থেকে নগরভবনে যাচ্ছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। কোর্ট পয়েন্টে গিয়ে রাস্তার পশ্চিম পাশে দেখতে পান অবৈধ পার্কিং করে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি লেগুনা ও সিএনজি অটোরিকশা। গাড়ি থেকে নেমেই ফোন দেন ট্রাফিক পুলিশকে।
পুলিশ আসার আগেই চালকদের কাছ থেকে কেড়ে নেন গাড়ির চাবি। কয়েকটিকে পাঠিয়ে দেন নগরভবনের ভেতরে।
পুলিশ আসার পর অবৈধ পার্কিংয়ের দায়ে গাড়িগুলোর বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। সাথে মেয়র শাসিয়ে দেন চালকদের। হুশিয়ার করে দিয়ে বলেন, ‘আগামীতে এভাবে অবৈধ পার্কিং করলে শুধু মামলা নয়, রেকার দিয়ে টেনে পুলিশ লাইনে পাঠাবো। রুট পারমিট বাতিল করাবো।’
মেয়রের হুমকিতে ভীতসন্ত্রস্থ চালকরা অঙ্গীকার করেন আগামীতে আর এরকম অবৈধ পার্কিং করবেন না তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম