পবিত্র ঈদুল ফিতরের নামাজে সিলেটের মন্ত্রীদের নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহর মোতাওয়াল্লি জহির বখতের বিরুদ্ধে।
বুধবার ঈদুল ফিতরের প্রধান জামাতের আগে বক্তব্য প্রদানকালে জহির বখত বলেন, সিলেট শাহী ঈদগাহে প্রচুর সংস্কার কাজ প্রয়োজন। ঈদগাহর বিভিন্ন স্থানে আস্তর উঠে গেছে, সীমানা প্রাচীর ভেঙে গেছে যেগুলো মেরামত করা প্রয়োজন।
এক পর্যায়ে মন্ত্রী-এমপিদের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক মন্ত্রী-এমপি এই ঈদগাহে আসলেন-গেলেন, তারা অনেক উন্নয়ন করবেন বলে বিভিন্ন সময় আশ্বাস দিলেও কেউই তা করেননি। এসময় ঈদগাহ’র উন্নয়নে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রীদের নিয়ে এমন বক্তব্যের সঙ্গে সঙ্গে উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ জানান। পরে মুসল্লিদের প্রতিবাদের মুখে এ প্রসঙ্গ থেকে সরে যান তিনি। পরবর্তীতে এমন বক্তব্য রাখার জন্য কৌশলী দুঃখ প্রকাশ করেন তিনি।
তবে বক্তব্য প্রত্যাহার না করায় ক্ষোভের সঞ্চার হয় মুসল্লিদের মাঝে। তারা বলেন, সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহর উন্নয়নে সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রচুর অর্থ দিয়েছেন, অনেক কাজও করিয়েছেন।
এর আগের অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানও শাহী ঈদগাহর উন্নয়নে কাজ করেছেন।
এসব কাজের প্রসংশা না করে ঈদের দিন মোতাওয়াল্লি মন্ত্রীদের নিয়ে এসব বলা কটূক্তিপূর্ণ বলে মনে করছেন মুসল্লিরা।
বিডি প্রতিদিন/কালাম