২৪ জুন, ২০১৯ ০৯:৫৩

সেতু ভেঙে ট্রেনের বগি নিচে পড়তেই ৯৯৯- এ ফোন

অনলাইন ডেস্ক

সেতু ভেঙে ট্রেনের বগি নিচে পড়তেই ৯৯৯- এ ফোন

মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচাল সেতু ভেঙে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে দুই শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। তবে আরও অনেক প্রাণহানি হতে পারত। 

সেতু ভেঙে ট্রেনের বগি নিচে পড়তেই কুলাউড়ার আকিলপুর গ্রামের বাসিন্দা শাহান মিয়া ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯ নম্বরে ফোন করেন পুলিশকে। ওই সময় তিনি বাজার থেকে ফিরছিলেন। তার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে পুলিশ। শাহান মিয়ার কুলাউড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

শাহান মিয়া গণমাধ্যমকে জানান, আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম। বরমচাল সেতুর অনেকটা দূরে আমি তখন। হঠাৎ বিকট শব্দ কানে আসে। সেই সঙ্গে ভেসে আসে মানুষের কান্না, চিৎকার। দূর থেকে তাকিয়ে দেখি, বরমচাল সেতু ভেঙে ট্রেনের বগি নিচে। কাছে যেতেই মানুষের কান্নার আওয়াজ আরও জোরে শোনা যায়। ঘটনার ২-৩ মিনিটের মধ্যেই আমি ৯৯৯ নম্বরে ফোন দেই। সঙ্গে সঙ্গে রিসিভ হয় ফোন। তখন পুলিশকে পুরো ঘটনা খুলে বলি। যদি সময়মতো পুলিশ না আসতো আরও অনেক মানুষের প্রাণহানি ঘটতো।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর