মৌলভীবাজার জেলার কুলাউড়ার বরমচালে উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন ফেঞ্চুগঞ্জের এক নারী। তার নাম মনোয়ারা পারভীন লায়লন (৫৫)।
তিনি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও শেখেরটিলার মৃত চেরাগ মিয়ার মেয়ে। তিনি ফেঞ্চুগঞ্জ থেকে উপবন এক্সপ্রেসে কুলাউড়া যাচ্ছিলেন। বরমচালে ট্রেন দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই মারা যান লায়লন।
লায়লনের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন তার ভাই আলতাউর রহমান আলতা।
বিডি প্রতিদিন/ফারজানা