টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দুই ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। কুলাউড়ার বরমচালের বড়ছড়া সেতুর সক্ষমতা যাচাই শেষে শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা আড়াইটার দিকে কুলাউড়া স্টেশনে আটকা পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন।
কুলাউড়া রেলওয়ে স্টেশন ম্যানেজার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েকটি স্থানে রেললাইনের উপর পানি উঠে গিয়েছিল। এছাড়া বড়ছড়া ব্রিজের নিচে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিতে খালের পানি বাধাগ্রস্থ হয়ে পাড়ে আঘাত হানছিল। এমতাবস্থায় ওই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল ঝুঁকি মনে হচ্ছিল। তাই সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসটি কুলাউড়া স্টেশনে আটকে দেওয়া হয়েছিল।
অবশেষে সেতুটির সক্ষমতা যাচাই শেষে বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন