সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়ার দাবিতে কাতারে আলোচনা সভা করেছে বৃহত্তর সিলেটের প্রবাসীরা।
শুক্রবার রাজধানী দোহার একটি রেস্তোরাঁয় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজুল ইসলাম সেবুল ও সিরাজুল ইসলাম শাহিনের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিলেটের প্রবীণ কমিউনিটি নেতা মো. বোরহান উদ্দিন শরিফ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির নেতা মো. আব্দুস সাত্তার, মো. নজরুল ইসলাম, মো. কফিল উদ্দিন, সৈয়দ আনা মিয়া, মাহবুবুর রহমান বাবু, আব্দুল খালেক, মোখলেছুর রহমান মেম্বার, শরিফুল হক শাজু, রইছ উদ্দিন, আহমদ মালেক, আবু তাহের, বদরুল ইসলাম, পংকি মিয়া, এসকে লুকমান সিদ্দিকী, আবুল হাসান, সাদ উদ্দিন, রেজাউল করিম রেজু, খালেদ আহমদ, সাইন উদ্দিন রুয়েল, রাজু আহমদসহ আরও অনেকে।
প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়ে বক্তারা বলেন, অন্যান্য সিটি কর্পোরেশনের মেয়রদেরকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হলেও আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হককে সেই মর্যাদা দেওয়া হয়নি। আমরা আসা করছি প্রধানমন্ত্রী সিলেটবাসীর এই দাবী পূরণ করে সিলেটবাসীকে ধন্য করবেন।
কাতারস্থ সিলেট প্রবাসীরা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিতে সাক্ষর করেন এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের মাধ্যমে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবেন বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল