হবিগঞ্জের লাখাই উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ওই কৃষি কর্মকর্তা বাদি হয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুনসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে চেয়ারম্যান এনামুল হক মামুনকে গ্রেফতার করতে খুঁজছে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এতে বামৈ ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুনসহ কয়েক জনকে আসামি করা হয়েছে। চেয়ারম্যান এনামুল হক মামুনকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন