সিলেটের বিশ্বনাথে পাপিয়া পপি (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের দীঘলী (খোজারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
পপি সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলীভোগ গ্রামের আলী রহমানের মেয়ে। দীর্ঘদিন ধরে তারা জমিরের বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করে আসছেন। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিশ্বনাথ থানার এসআই শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দেয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন