সিলেটে বৃষ্টিপাত থামায় কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। তবে কুশিয়ারা নদীর সিলেটের ভাটিতে দুটি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া কমেছে সারি ও লোভা নদীর পানিও। পানি কমলেও এখনো সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, শনিবার (২৯ জুন) বিকেল ৬টায় কানাইঘাটে সুরমা নদীর পানি ছিল ১২ দশমিক ৪১ মিটার। যা শুক্রবার বিকেল ৬টার চেয়ে ৫৫ সেন্টিমিটার কম। তবে এখনো কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ২৪ সেন্টিমিটার এবং কুশিয়ারার পানি আমলসীদে ২৭ সেন্টিমিটার কমেছে। তবে কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘন্টায় শেওলা ও শেরপুর পয়েন্টে ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
উজান থেকে নেমে আসা পানির গতি কম হওয়ায় এ দুই পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ। তবে বৃষ্টিপাত না হলে আজকের মধ্যে শেওলা ও শেরপুরেও পানি কমে আসবে বলে জানিয়েছে পাউবো। এছাড়া সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে ১.৬৩ মিটার ও লোভা নদীর পানি ৯৬ সেন্টিমিটার কমেছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ