বাংলাদেশ ছাত্রলীগের পৃথক তিনটি দল মাত্র ৫ দিনের ব্যবধানে সিলেট সফরে করেছেন। তারা প্রত্যেকেই নিজেদের কেন্দ্র প্রেরিত প্রতিনিধি দল হিসেবে দাবি করেছেন এবং এই সফরকে সাংগঠনিক সফর হিসেবেও উল্লেখ করেছেন।
এই ৫ দিনের মধ্যে পৃথক তিনটি দল সিলেটে সাংগঠনিক সফরে এসেছেন বলে দাবি করায় বিভ্রান্তিতে পড়েছেন সিলেটের স্থানীয় নেতাকর্মীরা। এরমধ্যে দুটি দল গতকাল একই দিনে সিলেট অবস্থান করায় নেতাকর্মীরা কখন কার সাথে সময় দেবেন তা নিয়ে পড়েছন দ্বিধায়।
ছাত্রলীগ সূত্র জানিয়েছে- গত ২৪ জুন সিলেট সফরে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার। তিনি সাংগঠনিক খোঁজ খবর নিতে সিলেটে এসেছেন বলে জানান স্থানীয় নেতাকর্মীদের। স্থানীয় নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান এবং সার্বক্ষণিক তার সাথে সময় দেন। সেই সাথে মামুন সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথেও সাক্ষাৎ করেন।
গত ২৮ জুন সিলেটে দু'জন উপ সম্পাদককে সাথে নিয়ে সিলেট সফরে আসেন বাংলাদেশ ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাকিনুল হক চৌধুরী ছোটন। তিনি আবার ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভনের ছোট ভাই। ছোটন সিলেটে আসলেও স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনিও সিলেটের আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করে ছাত্রলীগের সাংগঠনিক সফরে আসার বিষয়টি উল্লেখ করেন। এমনকি তিনি সিলেটের কয়েকজন শীর্ষ আওয়ামী লীগ নেতার সাথে একান্তেও সাক্ষাৎ করেন।
আর গতকাল সিলেটে আসেন বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান। তার সাথেও কেন্দ্রীয় ছাত্রলীগের পদধারী কয়েকজন নেতা ছিলেন। তিনিও সিলেটে সাংগঠনিক সফরে এসেছেন দাবি করে আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এই তিন দলই নিজেদের ছাত্রলীগের প্রতিনিধি দল দাবি করায় চরম বিভ্রান্তিতে পড়েছেন সিলেটের নেতাকর্মীরা। আর সিলেট জেলা ও মহানগর কোন ইউনিটেই কমিটি না থাকায় পদপ্রত্যাশী নেতাকর্মীরা তাদের খুশি রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
তবে মাত্র ৫ দিনের ব্যবধানে ছাত্রলীগের তিনটি দল সিলেটে আসায় ক্ষুব্ধ সিলেটের আওয়ামী লীগ নেতারাও। গতকাল যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খানের কাছে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা ক্ষোভ প্রকাশ করেছেন বলেও জানিয়েছে সূত্র।
আসলেই কারা ছাত্রলীগ প্রেরিত প্রতিনিধি দল সে বিষয়ে জানতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা সাড়া দেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার