সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে চার চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
রবিবার বিকেলে বিশ্বনাথ বাজারে অভিযান পরিচালনা কালে এ দণ্ড দেওয়া হয়। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় এ জরিমানা আদায় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, হাইকোর্ট ডিভিশন কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পণ্য অপসারণের জন্য এই অভিযান। সেই সাথে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা, যাতে তারা সচেতন হয়ে নিজ নিজ উদ্যোগে এ গুলো অপসারণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন