সিলেটের জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা ৭টি মহিষ আটক করে ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প৷ বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বাইরাখেল সীমান্তের ১২৯৪ আন্তজার্তিক পিলারের ৮শত গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে এই ৭টি ভারতীয় মহিষ আটক করেন।
১৯ বিজিবি'র লালাখাল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এঘটনায় ৭টি মহিষ জব্দ করে ১৯ বিজিবর লালাখাল ক্যাম্পে রাখা হয়। বুধবার কাষ্টম কর্মকর্তার উপস্থিতিতে মহিষগুলো নিলামে বিক্রয় করা হবে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ