সিলেটে জুয়াড়িদের হামলায় এক নারী সাংবাদিক ও তার পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর গোয়াইটুলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্থানীয় দৈনিক সবুজ সিলেটের সিনিয়র রিপোর্টার সুবর্ণা হামিদ, তার মা সাবেক কাউন্সিলর জাহানারা খানম মিলন, ছেলে শাহরীয়ার শামা ও খালা রাজিয়া খানম দোলন।
সুবর্ণা হামিদ জানান, বিকেলে গোয়াইটুলায় ‘শিলং তীর জুয়ার’ আসরে হানা দেয় পুলিশ। এসময় জুয়াড়িরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর গোয়াইটুলার ওই জুয়ার আসরের নিয়ন্ত্রক কামাল আহমদ, মামুন আহমদ ও কামরুলের নেতৃত্বে ৯-১০ জন জুয়াড়ি পাশ্ববর্তী সাংবাদিক সুবর্ণা হামিদ ও তার স্বামী চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির বাসায় হামলা চালায়। এসময় সুবর্ণা হামিদ ও তার পরিবারের চার সদস্য আহত হন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক সাদিকুর রহমান সাকী বলেন, জুয়ার আসরের খবর সাংবাদিকরাই পুলিশে দিয়েছে এমন ধারণা করেই জুয়াড়িরা তার বাসায় হামলা চালিয়েছে।
এদিকে, হামলার খবর পেয়ে জুয়াড়িদের ধরতে পুলিশ বিকেলে অভিযান চালিয়েছে। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে, সাংবাদিক সাকী-সুবর্ণা দম্পতির বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা না হলে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের ডাক দেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার