বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র ক্যামেরাপার্সন ও দৈনিক সবুজ সিলেটের সিনিয়র রিপোর্টার সুবর্ণা হামিদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সুবর্ণার স্বামী চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সিলেট নগরীর গোয়াইটুলার মৃত পাখি মিয়ার ছেলে কামাল হোসেন, কামালের ছেলে কামরুল, মেয়ে আমিনা বেগম, কুটিনা বেগম, স্ত্রী নাজমা বেগম, ভাই নিজাম, একই এলাকার কুনু মিয়ার ছেলে মামুন, সোলেমান ও শেখ শাহনুর ওরফে হক্কাই।
বিমানবন্দর থানার ওসি এস এম শাহাদত হোসেন জানান, পুলিশ মামলার আসামিদের ধরতে গত বুধবার বিকাল থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে সিলেট নগরীর গোয়াইটুলাস্থ সাকী-সুবর্ণা সাংবাদিক দম্পতির বাসায় হামলা চালায় ওই এলাকার চিহ্নিত জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীরা। এতে সুবর্ণা হামিদ, তার ছেলে শাহরীয়ার, মা সাবেক কাউন্সিলর জাহানারা খানম মিলন ও খালা রাজিয়া খানম দোলন আহত হন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম