সিলেটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবার্ষিকী উপলক্ষে ‘সিলেট রবীন্দ্রনাথ : শতবর্ষ স্মরণোৎসব’ শীর্ষক দুইদিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৮ ও ৯ নভেম্বর এ অনুষ্ঠান সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। গত বুধবার সন্ধ্যায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে শতবর্ষ স্মরণোৎসবের লোগো উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন আয়োজকরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে ‘সিলেটে রবীন্দ্রনাথ : শতবর্ষ স্মরণোৎসব’ এর লোগো উন্মোচন করেন উৎসব পর্ষদের আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় স্মরণোৎসব পর্ষদের সদস্য সচিব সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমুর্তি, সিলেট চেম্বারের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট সিক্সার্সেও চেয়ারম্যান শাহেদ মুহিতসহ সিলেটের সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯১৯ সালে সিলেটে প্রথম আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এসময় তিনি নগরীর মাছিমপুরস্থ মনিপুরীপাড়া, নগরীর চৌহাট্টাস্থ গোবিন্দ নারায়ন সিংহের ‘সিংহ বাড়ী’ এবং সিলেট এমসি কলেজ পরিদর্শন করেন। এই আগমণের স্মৃতিকে ধরে রাখতেই সিলেটের রবীন্দ্রপ্রেমিরা এমন আয়োজন করছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম