সিলেটে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দর থানাধীন ইসলামপুর পোড়াবাড়ি এলাকা থেকে একটি রিভলবার ও দুইটি ছোরাসহ তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এস এম শাহাদত হোসেন।
আটকৃকতরা হলো- সিলেটের ওসমানীনগর উপজেলার গহরপুর গ্রামের মৃত আলীমের ছেলে মো. মোশাররফ হোসেন দর্পন (৩৫) ও সুনামগঞ্জের জগন্নাথপুরের নতুন কসবা গ্রামের আবদুল মোছাব্বিরের ছেলে রাসেল আহমদ সুনু (২৫)।
বিডি প্রতিদিন/হিমেল