সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট হাই স্কুলে নকলে বাঁধা দেওয়ায় এক বখাটে কর্তৃক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা।
শুক্রবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বখাটে তোফাজ্জল ইতোপূর্বে আরও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছে। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্যক্ত করে থাকে সে। তার কারণে কয়েকজন ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এলাকায় আরও বখাটের সৃষ্টি হবে।
বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তাহিরপুর সমিতি, সিলেটের সভাপতি এডভোকেট মো. আলী হায়দারের সভাপতিত্বে ও কাসমির রেজার পরিচালনায় বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট মহানগর শাখার সভাপতি বাহার উদ্দিন আখন্দ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, সিলেট জেলার সভাপতি জ্যোতিষ মজুমদার, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক পরিষদের সভানেত্রী নাদিরা সুলতানা প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল