গণতান্ত্রিক বাম জোটের ডাকা রবিবার আধাবেলা (৬-২টা) হরতালের সমর্থনে সিলেটে বিভিন্ন কর্মসূচি পালন করছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
হরতাল সফল করতে শনিবার দিবাগত রাতে জোটের নেতাকর্মীরা সিলেট নগরীর ক্বীনব্রিজ, সুরমা মার্কেট, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট ও বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায় পোস্টারিং করেন।
এছাড়াও হরতাল সফলে গত কয়েকদিন ধরে জোটের নেতারা নগরীতে গণসংযোগ ও মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/ফারজানা