কারিকুলাম পরিবর্তনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে কলেজ
প্রাঙ্গনে তারা এ কর্মসূচি পালন করেন। এছাড়াও শিক্ষার্থীরা ক্লাস ও ডিউটি বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে ও সাধারণ সম্পাদক সিঁথি শিকদার।
নার্সিং কলেজের শিক্ষার্থীদের চারদফা দাবির মধ্যে রয়েছে- নতুন কারিকুলাম বাতিল করে পুরাতন কারিকুলাম বহাল, নার্সিং পেশাকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ও স্ট্রাইপেন ফি ২
হাজার থেকে ৫ হাজারে বৃদ্ধি করা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন