মেয়রের আগুনে পুড়ে ছাই হল রুই-বোয়াল-পিরানহা মাছ! বিষাক্ত ও পঁচা এই মাছগুলো জব্দ করা হয়েছিল।
সোমবার রাত ৯টায় সিলেট জেলা পরিষদের সামনে থেকে মেয়র আরিফুল হক চৌধুরী প্রায় ৩০ কেজি বিষাক্ত পিরানহা, ২০/২৫ কেজি বোয়াল ও কয়েক কেজি রুই মাছ জব্দ করেন। এরপর সিটি কর্পোরেশনের সামনে এনে মাছগুলো পুড়িয়ে ফেলা হয়।
পিরানহাগুলো বিষাক্ত ও রুই-বোয়ালগুলো পঁচা ছিল বলে সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে।
মেয়র আরিফুল হক চৌধুরী এসময় ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেন।
বিডি প্রতিদিন/হিমেল