১৬ জুলাই, ২০১৯ ১৯:১৮

হযরত শাহজালালের ওরস শুরু ২৩ জুলাই

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হযরত শাহজালালের ওরস শুরু ২৩ জুলাই

হযরত শাহজালাল (রহ.) এর ৭০০তম পবিত্র ওরস শুরু হচ্ছে ২৩ জুলাই মঙ্গলবার। ওইদিন সকালে মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হবে দুইদিনব্যাপী ওরস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবারও মাজারে গিলাফ প্রদান করা হবে বলে জানা গেছে। এছাড়া প্রতি বছর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও মাজারে গিলাপ প্রদান করা হয়। পরদিন ২৪ জুলাই ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে পবিত্র ওরস মোবারক।

সুষ্ঠুভাবে ওরস সম্পন্ন ও শৃঙ্খলা বজায়ের জন্য মাজারের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল (রহ.) এর মাজারের খাদেম সামুন মাহমুদ খান। 

এদিকে, ওরসের সময় ভক্ত-আশেকানদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর