সিলেটের গোলাপগঞ্জে জোড়া খুনের মামলার রায়ে একজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নিজাম উদ্দিন।
মৃত্যদন্ডপ্রাপ্ত কামরুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। এছাড়া একই গ্রামের মুহিবুর রহমানের ছেলে রানু মিয়াকে তিন বছেরর সাজা দিয়েছেন আদালত। তবে রানু মিয়া সাজার চেয়ে বেশি মেয়াদে হাজতবাস করায় তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কামরুলকে মৃত্যুদন্ডের সাথে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মামলার অপর দুই আসামী মনোয়ারা বেগম এবং আয়েশা আক্তারকে বেকসুর খালাস খালাস দিয়েছেন বিচারক।
২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জের মেহেরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মুহিব আলীর ছেলে রুবেল আহমেদ ও ছানু মিয়ার উপর হামলা চালায় আসামিরা। গুরুতর আহত হয়ে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল ও ছানু। ঘটনার দুই দিন পর নিহতদের বোন নাজিরা বেগম চারজনকে আসামি করে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২০ জুন আদালতে চার্জশীট দাখিল করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার