সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের সরাসরি প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ২৩ মিনিটের সময় ৪১৮ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের আকাশপ্রদীপ উড়োজাহাজটি ওসমানী বিমানবন্দর ত্যাগ করে।
হজ এজেন্সিজ বাংলাদেশের (হাব) সিলেট জোনের সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু জানান, ওই ফ্লাইটের সকল যাত্রী নিরাপদে জেদ্দা পৌঁছেছেন। তিনি জানান, এবছর সিলেট থেকে হজ যাত্রীদের তিনটি ফ্লাইট সৌদি আরব যাবে। এর মধ্যে আজ শুক্রবার একটি ফ্লাইট জেদ্দায় ও আগামী ৩ আগস্ট একটি ফ্লাইট মদিনায় যাবে। সরাসরি এই তিন ফ্লাইটে হজে যাবেন ১ হাজার ২৬০ জন হজযাত্রী।
তিনি জানান, এবার সিলেট থেকে সরাসরি ১২৬০ জন হজযাত্রী সরাসরি রওয়ানা হবেন। আগামীকাল শুক্রবার জেদ্দায় যাবে একটি ফ্লাইট এবং ৩ আগস্ট সিলেট থেকে প্রথমবারের মতো সরাসরি মদীনায় যাবে আরেকটি ফ্লাইট। সিলেট থেকে এবছর সর্বমোট ৩ হাজার ২০০ জন হজে যাবেন বলে জানান শিরু।
বিডি প্রতিদিন/ফারজানা