Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ জুলাই, ২০১৯ ১৯:২৭

ধলাই নদীতে ৮ দিন পর ভেসে উঠলো যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ধলাই নদীতে ৮ দিন পর ভেসে উঠলো যুবকের লাশ

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সীমান্তের সংরক্ষিত এলাকায় পাথর উত্তোলন করতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ ৮দিন পর উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে ধলাই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

হেলাল আহমদ নামের ওই যুবক কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। 
গত ১৩ জুলাই গভীর রাতে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সীমান্তের সাদাপাথর সংরক্ষিত এলাকা থেকে পাথর আনতে যায় ১০-১২ জন যুবক। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাথর উত্তোলনকারীরা নদীতে ঝাঁপ দেয়। অন্যরা সাঁতরে উঠতে পারলে হেলাল আহমদ নিখোঁজ হন। গত শনিবার রাতে তার লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য