গত দুইদিনের বৃষ্টিতে আবারো বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার প্রাপ্ত রিডিং অনুযায়ী কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার এবং আমলশিদে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া শেওলায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার এবং শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে, সিলেটে সুরমা নদী, লোভা ও সারী নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপদসীমা অতিক্রম করেনি বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/মাহবুব