সিলেট নগরীর করের পাড়ায় জানালায় ওড়না দিয়ে ফাঁস লাগানো এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীর ছিল বিছানার উপর হাঁটুগাড়া অবস্থায়।
মঙ্গলবার দুপুরে করেরপাড়া মেঘনা বি-২০ নম্বর বাসা থেকে ওলি সরকার নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। তিনি দুই সন্তানের জননী। এ ঘটনায় পুলিশ ওলির স্বামী রাতুল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে ঘুমাতে যান ওলি সরকার। এ সময় স্বামী রাতুল তার ফার্মেসিতে ছিলেন। সকালে দরজা ভেঙে জানালায় ফাঁস লাগনো অবস্থায় ওলি সরকারের লাশ পাওয়া যায়। এ সময় তার শরীর বিছানায় হাঁটুগাড়া অবস্থায় ছিল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওলি সরকারের স্বামী রাতুল সরকারকে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন।
বিডি-প্রতিদিন/মাহবুব