পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যেসব রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে অন্যান্য দেশে অবস্থান করছে তাদের সনাক্ত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে। শুক্রবার সকালে সিলেটে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দূতাবাসের কিছু অসাধু ব্যক্তি রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে সহায়তা করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সরকার। দূর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে। তাই অসাধু কোনো কর্মকর্তাকে ছাড় দেয়া হবে না।
মন্ত্রী সকালে সিলেট সদর উপজেলার ৬০টি পরিবারকে ১০ হাজার টাকা, ২০টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন এবং ৭১টি পরিবারকে ১ বান্ডিল করে টিন ও ঘর নির্মাণের জন্য ৩ হাজার টাকা করে প্রদান করেন।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার রাজি হয়েছে। কিন্তু তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারেনি। তবে আমরা আশাবাদী খুব কম সময়ের মধ্যে এই কাজ শুরু হবে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে সম্মত হয়েছে ভারত ও গণচীন।
শাহ্ দিদার আলম নবেলের সভাপতিত্বে ও সহকারী সম্পাদক পিংকু ধরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এছাড়া সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ ও জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম