ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেট থেকে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন।
পরে চট্টগ্রাম থেকে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন লাগিয়ে সিলেট ছেড়ে যায় জয়ন্তিকা।
শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যথাসময়ে ট্রেনটি ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। পরে চট্রগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেন আসার পর প্রায় দুই ঘণ্টা দেরিতে সাড়ে ১০টার দিকে উদয়নের ইঞ্জিন লাগিয়ে জয়ন্তিকা ছেড়ে যায়।
সিলেট রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কিবরিয়া আহমদ জানান, হঠাৎ জয়ন্তিকার ইঞ্জিন বিকল হওয়ায় এ সমস্যা হয়। তবে উদয়ন ট্রেনটি আসার পর ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি ছাড়া ঢাকার উদ্দেশে ছাড়া হয়।
বিডি প্রতিদিন/কালাম