সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে ফের নৌকা ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভোলাগঞ্জের কালিডহর এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।
নৌকা ডুবে মারা যাওয়া আব্বাস মিয়া (৪৫) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মালেক মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার এসআই খায়রুল বাসার জানান, ধলাই নদীতে বালু বোঝাই করতে গিয়ে একটি বলগেট নৌকা ডুবে যায়। এ সময় নৌকার ভেতর আটকা পড়েন অপারেটর আব্বাস মিয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত এক মাসে ধলাই নদীতে ডুবে অন্তত ৮ শ্রমিক মারা গেছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব