ছেলেধরা ও গণপিটুনি বিষয়ক গুজব প্রতিরোধে নগরীতে গণসচেতনতা র্যালী করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রবিবার সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স থেকে র্যালিটি শুরু হয়ে রিকাবীবাজার পয়েন্ট ঘুরে পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপ কমিশনার কামরুল আমীন, ফয়সল মাহমুদ, আজবাহার আলী শেখ, মো. সুহেল রেজা, অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা, বিভূতি ভুষন ব্যানার্জী, নিকুলিন চাকমাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার