সিলেট নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা জিন্দাবাজার। কিন্তু এই এলাকার ব্যবসায়ীরা তাদের দোকানের সামনের রাস্তা ও ফুটপাত দখল করেই রেখে থাকেন জিনিসপত্র। ফলে পথচারীদের চলাফেরায় মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন সময় সিলেট সিটি করপোরেশন রাস্তা দখল করে মালপত্র রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করলেও অনেকেই তা আমলে নেননি।
মঙ্গলবার সকালে জিন্দাবাজার এলাকায় অভিযান চালান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় জিন্দাবাজার পাঁচপীর মার্কেটের ফেরদৌস ফ্যাশনের ব্যবসায়ীকে ফুটপাতে মালপত্র রাখার কারণ জানতে চান। কিন্তু ওই ব্যবসায়ী তার মালপত্র না সরিয়ে উল্টো সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপর চড়াও হন। পরে মেয়র ওই দোকানের ট্রেড লাইসেন্স জব্দ করেন। একই সাথে ব্যবসায়ের সব ধরনের কাগজপত্র নিয়ে সিটি করপোরেশনে যাওয়ার নির্দেশও দেন মেয়র।
এদিকে, জিন্দাবাজার ছাড়াও মঙ্গলবার নগরীর আম্বরখানা ও চৌহাট্টা এলাকায় অভিযান চালান মেয়র। ওই এলাকার ফুটপাত ও রাস্তার উপর থেকে ভ্রাম্যমাণ হকারদের ভ্যানগাড়ি ও মালামাল জব্দ করেন। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় কয়েকটি ভ্যানগাড়ি। এছাড়া কয়েকটি দোকানের সামনে রাখা জিনিসপত্রও জব্দ করেন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব