পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, এশিয়া মহাদেশের ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপির হার এখন সবচেয়ে বেশি। আমাদের জিডিপি এখন ৮ দশমিক ১৩। দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বাড়ছে। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কারণে গত ১০ বছরে দেশের দারিদ্র সীমার হার প্রায় অর্ধেকে নেমেছে। সাধারণ কোন দেশে দ্রুতগতিতে উন্নয়ন হলে সেদেশে ধনী-গরিবের ফারাক বাড়ে। কিন্তু বাংলাদেশে এই ফারাক প্রতিবেশি ভারত, শ্রীলংকা ও নেপাল থেকে অনেক কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া সামাজিক নিরপত্তা কর্মসূচির কারণে দেশে ধনী-গরীবের ফারাক কমছে।
শনিবার সকালে নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২৬৮ জন রোগীর মধ্যে ১ কোটি ৩৪ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন