সিলেটের ডাকাত আর মাদক ব্যবসায়ীদের মাঝে ক্রসফায়ার আতঙ্ক বিরাজ করছে। গত দশ দিনে দুই ডাকাত আর এক মাদক ব্যবসায়ী র্যাব-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছেন। এরপর থেকে প্রাণ বাঁচাতে গা ঢাকা দেওয়া শুরু করেছেন চিহ্নিত অপরাধীরা। ক্রসফায়ারে ডাকাত সর্দার ও মাদক ব্যবসায়ী নিহতের ঘটনায় জনমনে স্বস্তি এসেছে।
গত ২৩ আগস্ট জকিগঞ্জের মরিচা এলাকায় প্রবাসী আবদুল করিমের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা। পুলিশ এমন খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে সেখানে গেলে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে আবদুল শহীদ ফুলু (৩২) নামের এক ডাকাত মারা যায়। নিহত ফুলু ডাকাতের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদেহী গ্রামের নানু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা আছে। এসময় তার সহযোগী কয়েকজন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ২টি ছোরা ও দরজা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। জকিগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম।
গত রবিবার ও সোমবার র্যাব ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত সরদার ও এক মাদক ব্যবসায়ী নিহতের ঘটনায় গডফাদারদের মাঝে বিরাজ করছে বড় ধরণের আতঙ্ক। রবিবার ভোর রাতে বিয়ানীবাজারের শেওলা সেতু এলাকায় ডাকাত সরদার মিসবাহ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। সে জকিগঞ্জের শরীফাবাদ এলাকার আবদুল মালিকের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। শনিবার জাফলং এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মিসবাহকে গ্রেফতার করেছিল। তার কাছে অস্ত্র মজুদ আছে এমন স্বীকারোক্তির ভিত্তিতে রবিবার ভোর রাত ৪টায় শেওলা ব্রিজ এলাকায় গেলে মিসবাহর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় মিসবাহ পালানোর চেষ্টা করে। পরে গুলিবিদ্ধ হয়ে মিসবাহ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ সোমবার রাতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে গোয়াইনঘাট উপজেলায় ফজর আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার বাড়ি কোম্পানীগঞ্জ জেলঅর গৌখালপাড় এলাকায়। সে ওই এলাকার মৃত আবদুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালানসহ ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটের মিত্রিমহল এমডিসি ব্রিকসফিল্ড এলাকায় ফজর আলীকে গ্রেফতার করতে গেলে তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। বন্দুকযুদ্ধে এসময় মারা যায় ফজর আলী।
সম্প্রতি সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগ দেন মো. ফরিদ উদ্দিন। সিলেটে যোগ দিয়েই তিনি মাদক, ডাকাতিসহ অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’র ঘোষণা দেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালেই তিনি এ ঘোষণা দিয়েছিলেন। সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ৫ থানার ওসিও রদবদল করেন। এতে সর্বমহলের প্রশংসা কুড়ান পুলিশ সুপার। ক্রসফায়ারে দুই ডাকাত নিহতের ঘটনাকে পুলিশ সুপারের ‘জিরো টলারেন্স’ ঘোষণার প্রতিফলন হিসেবেই দেখছেন সিলেটের সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ