জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হবে আগামী বছর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সোমবার দুপুরে সিলেট নগর ভবনে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতিত্ব করেন।
গঠিত কমিটিতে আহবায়ক করা হয়েছে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরীকে। কমিটির সদস্যরা হলেন- কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রেজওয়ান আহমদ, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আজম খান, শওকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, নাজনিন আক্তার কনা ও সিসিকের অ্যাসেসর চন্দন দাশ। এই কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার