সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও এলাকায় ২০০৯ সালে শিশু ধর্ষণের মামলায় দু'জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ জাকির হোসেন এই রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২০ জানুয়ারি বিকালে এলাকার নাগরার কান্দা ছন ক্ষেতের পাশে খালের পাড়ে গোবর কুড়াতে গিয়েছিল ধর্ষণের শিকার হওয়া শিশু ও তার আরও এক বান্ধবী। তাদের ডেকে নাগরার কান্দা শুকনো খালের মধ্যে নিয়ে যায় আয়াকনূর ও শফিক। এসময় কান্নাকাটি করায় ৮ব ছর বয়সি অপর শিশু কণ্যাকে ছেড়ে দেয় তারা। পরবর্তীতে বর্বর কায়দায় ২ জন মিলে অন্য শিশুকে ধর্ষণ করে আসামিরা।
সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বুধবার এই রায় প্রদান করেন বিচারক। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর নান্টু রায়। আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক ও জুবায়ের আহমদ।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৯/আরাফাত