২১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৩

সিলেটে যুবককে আটকে টাকা দাবি, আটক ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে যুবককে আটকে টাকা দাবি, আটক ২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কান্দিগ্রামে হোসেন আহমদ (৩০) নামের এক যুবককে আটকে রেখে এক লাখ টাকা দাবি করার ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। হোসেন আহমদ ওই গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।

আটককৃতরা হলেন কান্দিগ্রামের ওয়ারিছ আলীর ছেলে কবির উদ্দিন ও ভেড়া মিয়ার ছেলে আরফান আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কান্দিগ্রামের তরিকুল ইসলামের কাছ থেকে সুদে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন হোসেন আহমদ। এই টাকার সুদ আসে আরও ৫ হাজার টাকা। কিন্তু তরিকুল ইসলাম হোসেনের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় শনিবার সকালে তরিকুল তার সহযোগী কবির ও আরফান আলীকে সাথে নিয়ে হোসেনকে মারধর করেন। পরে জোরপূর্বক তাকে বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে আটকে রাখেন তরিকুল। তিনি হোসেনের স্বজনদের কাছে এক লাখ টাকা দাবি করেন।

হোসেনের চাচা মাওলানা আবদুল খালিক বলেন, খবর পেয়ে আমি তরিকুলের বাড়িতে গেলে আমাকেও মারধর করা হয়। পরে বিষয়টি আমরা পুলিশকে অবহিত করি। দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় হোসেনকে উদ্ধার করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, পুলিশ দুজনকে আটক করেছে। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর