সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার ওই কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের পল্লব ও স্বাধীন গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ নিয়েই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বুধবার সকাল থেকে কলেজে অবস্থান নেয় পল্লব গ্রুপের নেতাকর্মীরা। দুপুরের দিকে স্বাধীন গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে পল্লব গ্রুপ ধাওয়া দেয়। পরে স্বাধীন গ্রুপও সংঘটিত হয়ে পল্লব গ্রুপকে পাল্টা ধাওয়া দেয়। পরে উভয় গ্রুপ পা্র্শ্বস্থ সমবায় মার্কেট এবং পোস্ট অফিস রোডে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর বলেন, ছাত্রলীগের বিবদমান পল্লব গ্রুপ ও স্বাধীন গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি বলেন, কলেজে বহিরাগতদের অবস্থানের কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। কলেজ কর্তৃপক্ষ চাইলে কলেজ ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ