সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মোহাম্মদপুর এলাকা থেকে এক কেজি হেরোইনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকার দুলাল মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোয়াইনঘাটের পশ্চিম লাখেরপাড় গ্রামের আব্দুস শহীদের ছেলে আব্দুল মালিক লিটন (৩২), ভাউরবাগ গ্রামের মৃত সুবল ব্যানার্জির ছেলে সোহেল ব্যানার্জি (৩০) ও গাইবান্ধা জেলার আলীরবাজারের মাছেরভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাসুম আহমদ (২৯)। এদের মধ্যে লিটন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য বলে জানা গেছে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, আব্দুল মালিক লিটন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে দুই সহযোগীসহ লিটনকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক কেজি হেরোইন জব্দ করা হয়।
ওসি জানান, বিক্রি করার জন্য অভিনব কৌশলে এসব হেরোইন গোয়াইনঘাটে নিয়ে এসেছিল তারা। কাপড়ের লেইসে ভেতরে পলিথিনের মধ্যে রাখা ছিল এসব হেরোইন। লেইসের মধ্যে হেরোইন ঢুকিয়ে সেলাই করার জন্য তাদের কাছে ছোট আকারের ইলেকট্রিক সেলাই মেশিনও ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার