সিলেট শহরতলির আখালিয়ায় তিনটি রেস্টুরেন্টকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের দায়ে এ জরিমানা করা হয়।
আজ শনিবাল সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।
অভিযানে আখালিয়ার নিউ গোলাপী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, জাকারিয়া রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ