সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে রবিবার দুপুরে নগর ভবনে প্রতিবাদ সভা করবেন সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। শনিবার রাতে নগরীর কুমারপাড়াস্থ মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত কার্যালয়ে সিসিকের কাউন্সিলেরদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্যানেল মেয়র (১) তৌফিক বকস লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জরুরি সভায় সিটি মেয়রকে হুমকি প্রদানের নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান কাউান্সিলরা।
এ সময় কাউন্সিলররা বলেন, নগরবাসীর ভোটে নির্বাচিত মেয়রকে হুমকি প্রদান কার্যত নগরবাসীকেই হুমকি। একে হালাকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় কাউন্সিলররা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ঘটনায় মেয়রসহ কাউন্সিলররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের ধারণা, এই হুমকির পেছনে বড় ধরণের এই গোষ্ঠী কাজ করছে। সিলেটের চলমান উন্নয়নকে রুখতেই তারা এ ষড়যন্ত্র করছে। তারা অবিলম্বে মেয়রের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান।
সভায় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন- রেজওয়ান আহমদ, এডভোকেট সালেহ আহমদ সেলিম, ফরহাদ চৌধুরী শামীম, আব্দুল মুহিত জাবেদ, আবুল কালাম আজাদ লায়েক, মো. আব্দুর রকিব তুহিন, মো. আজম খান, মো. ইলিয়াসুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, মোস্তাক আহমদ, আফতাব হোসেন খান, মো. তারেক উদ্দিন তাজ, মো. ছয়ফুল আমিন বাকের, মো. সিকন্দর আলী, সৈয়দ তৌফিকুল হাদী, তাকবিরুল ইসলাম পিন্টু, এসএম শওকত আমীন তৌহিদ, আব্দুল মুনিম ও রাশেদ আহমদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ